আসসালামু আলাইকুম। আমি না বুঝে একসময় হারাম রিলেশনে ছিলাম একজন ছেলের সাথে। যদিও আমাদের মধ্যে কোনো হারাম সহবাস হয়নি কখনও। শুধু বিবাহের উদ্দেশ্যে তার সাথে কথা বলেছিলাম ও আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলি যদিও এটি হারাম ভালোবাসা, এটিও অনুচিত। এরপর পরিবার কে জানালে উনারা ছেলেকে পছন্দ করে না কারণ ছেলে আমাদের তুলনায় একটু গরীব ছিলো ও নিজেদের মধ্যে আরো কিছু ইন্টারনাল কারণ ছিল যেগুলো বর্ণনা করলে প্রশ্ন বড় হয়ে যাবে। কিন্তু মূল কারণ দরিদ্রতা ছিল। যাইহোক, পরিবার থেকে মানা করার পর আমি সরে আসতে পারিনি। আমি ছেলেকে জোর করে রাজি করিয়েছিলাম যে চলো আমরা তাহলে নিজেরা বিয়ে করে ফেলি। আমার ভাবনা ছিল আমরা বিয়ে করে ফেললে পরিবার ঠিকই মেনে নিবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তাই একজন আলেমের কথা অনুযায়ী আমরা তিনজন সাক্ষী সমেত নিজেরা কবুল বলে মোহর ধার্য করে বিয়ে করে ফেলি। সেখানে কারো পরিবার উপস্থিত ছিলনা। আমার তখন ধর্মীয় জ্ঞান এতটাই কম ছিল যে হানাফী মাজহাব ছাড়া অন্য মাজহাব কিংবা অনেক হাদীস জানতাম না। এমনিতে আমরা পরিবার গত ভাবে হানাফী মাজহাবের অনুসারী। হানাফী মাযহাব মোতাবেক পিতার অনুমতি ছাড়া বিয়ে জায়েয কিন্তু বাকি মাজহাব অনুযায়ী তো বিয়ে জায়েয নয়। আবার আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস অনুযায়ী পিতার অনুমতি ছাড়া কন্যার বিবাহ বাতিল। কিন্তু ছেলেকে বিবাহ করার আগ মুহূর্তে আমি এসবের কিছুই জানতাম না। শুধু একজন আলেমের কথা অনুযায়ী জেনেছিলাম যে প্রাপ্তবয়ষ্ক হলে রাজি থাকলে দুইজন সাক্ষী সমেত ইজাব কবুল হলে বিয়ে হয়ে যায় এবং সেটা শুদ্ধ হয়। পিতার অনুমতি না থাকলেও বিবাহ শুদ্ধ হবে। তাই বিবাহ করেছিলাম। কিন্তু বিবাহের পর জানতে পেরেছি যে মাজহাব অনুযায়ী বিবাহের মাসায়েল ভিন্ন ও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস। এবং এও জানতে পেরেছি যে পিতার অনুমতি ছাড়া বিবাহে আল্লাহ তায়ালার রহমত থাকে না। এখন আমাদের বিবাহ কি শুদ্ধ বা জায়েয হয়েছে ? আর আল্লাহ তায়ালার দরবারে ক্ষমা চাওয়ার উপায় কি ও মা বাবার কাছে কিভাবে মাফ চাইতে পারি ? কি করণীয় জানাবেন