আসসালামু আলাইকুম। পোস্ট টা আমার একজন বোনের পক্ষ থেকে করা। দয়া করে উত্তর দিবেন।
আমি একজন মেয়ে। আমি একটি ছেলেকে পছন্দ করি। আমি জানি এটা হারাম। কিন্তু আমি তাই চাইতেছি দ্রুত যেন আল্লাহর রহমতে বিয়ে হয়ে যায়। আর আমার বাসায় বলেছি বিয়ের জন্য। আমার পরিবার ও ছেলেকে পছন্দ করেছে। এখন আমার বাবা দেশের বাইরে থাকে। তিনি দেশে আসলেই বিয়ে হবে ইন শা আল্লাহ। এখন আজকে কথায় কথায় আব্বু আমাকে বলতেছে যে, " তুমি নিজে পছন্দ করছো, এতে তো দোষ এর কিছু নাই"। ভালোই হইছে।
--- একদিন আমি আব্বুকে বলতেছিলাম যে, আব্বু আমি জানি বিয়ের আগে এসব প্রেম হারাম। আমি সেটা বিশ্বাস ও করি। কিন্তু আমি হয়তো শয়তানের ধোকায় পরে এটা থেকে বের হইতে পারতেছি না। তুমি কি এটা বিশ্বাস করো যে, বিয়ের আগে প্রেম হারাম? আব্বু বলে জি। আমি বললাম তাইলে তুমি কেন বললা যে, আমি পছন্দ করছি এটা ঠিক আছে? আব্বু বললো তুমি তো একজন কে পছন্দ করতেই পারো। এই কথা দিয়ে আব্বু আসলে কি বুঝালো বুঝলাম না।
---তার কিচ্ছুক্ষন পরে আব্বু আবার বলতেছে যে, বিয়ের আগে যদি ছেলে মেয়ের মধ্যে কথা হয়, যদি খারাপ কিছু না থাকে, তাহলে তো ওটা ভালো। এই কথা বলার পরে আমি আব্বুকে আবার বললাম তুমি এটা কেমনে ভালো বলতেছো আব্বু? যেখানে কুরআন হাদিস এ স্পষ্ট করে লিখা আছে ছেলে মেয়ে কথা বলাও যাবে না। তাহলে তুমি কি এটা হারাম এটা মানো? আমার আব্বু বলে - জি।
----এর পরে আব্বু আবার বলে যে, এসব কুরআন হাদিস নবী রাসুল এর যুগে মানা হত। একজন আরেক জনকে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন তো জ্ঞান বিজ্ঞানের যোগ৷ এখন তো এমন ভাবে অনেক কিছু হয় না৷ তখন আমি বললাম, আব্বু তুমি তো সিচুয়েশন বুঝাইতেছো। আমি কোনো সিচুয়েশন ছাড়াই তোমাকে বলেতেছি যে, বিয়ের আগে ছেলে মেয়ে কথা বলাও হারাম এটা তুমি বিশ্বাস করো কিনা? তুমি কি কুরআন হাদিস মানো যেখানে একবারে এগুলা নিষেধ করা হয়েছে বিয়ের আগে? আব্বু বলে জি। কুরআন হাদিস তো মানি ই। আব্বু বলতেছে কুরআন হাদিস এ তো বলা আছে বিয়ের আগে ছেলে মেয়ে কথা বলা যাবে না, মেয়েদের আলাদা পর্দা দিয়ে রাখতে হবে৷ পরে আমি আবারোও জিজ্ঞেস করলাম তাহলে তুমি যে বললা বিয়ের আগে নাকি ছেলে মেয়ে কথা বলা ভালো যদি খারাপ কিছু না থাকে তাহলে এটা কি সিচুয়েশন এর জন্য বললা? আব্বু বলে -"জি"। কিন্তু তুমি তো বিশ্বাস কর যে বিয়ের আগে প্রেম হারাম। আব্বু বলে - "জি"। তুমি ঠিক।
হুজুর আমার আব্বু একবার বলতেছে সে মানে এটা হারাম। আবার বলতেছে বিয়ের আগে খারাপ কিছু না থাকলে এমনি কথা বললে সেটা নাকি এত খারাপ না। ভালো। উনার এমন কথার কারনে উনার কি ইমান ঠিক আছে? অলরেডি বাসায় এটা নিয়ে ঝামেলা চলতেছে। আমি তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমার আব্বুর কি ইমান ঠিক আছে? আমার মায়ের সাথে বিয়ে ঠিক আছে?