আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পবিত্রতা (Purity) by (9 points)
আস্সালামুআলাইকুম
১)কুকুরের ঘাম কী নাপাক?

২)ফিকহ বইয়ে লিখা মৃত পশুর চামড়া দাবাগত করে ব্যবহার করা পাক, যায়েজ হবে তখন। শুধু মাত্র হিংস্র পশুর চামড়া ব্যাতীত। কোন কোন পশু হিংস্র কেটাগরী তে পরে? কুকুর, কুমির কী হিংস্র শ্রেণীতে পরবে?কুকুর /কুমিরের চামড়া দাবাগত করলে ব্যবহার জায়েজ হবে?

৩)সাপের চামড়ার ব্যাগ ব্যবহার এর হুকুম কী?

৪)ফিকহ বই এর ৬৬ পৃষ্ঠাতে লিখা মৃত পশুপাখির কেশ,লোম,পশম পবিত্র। আমার প্রশ্ন হলো হিংস্র পশুপাখির লোম, কেশ, পশম ও পবিত্র কীনা?

1 Answer

0 votes
by (713,760 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) শুকুর যেভাবে তার সমস্ত অংশ নিয়ে অপবিত্র যাকে নজসুল আইন বলা হয়।কুকুর কিন্তু সেভাবে তার সমস্ত অংশ নিয়ে অপবিত্র নয়।বরং কুকুরের পশম পবিত্র।তার চামড়া পবিত্র কি না? সে সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে দেবাগতের পর কুকুরের চামড়া পবিত্র হওয়া সম্পর্কে সবাই একমত।এবং শরীরের ঐ সমস্ত অঙ্গ পবিত্র যাতে হায়াত থাকে না,যেমন নক,পশম ইত্যাদি।তবে তার গোশত নাপাক।

আল্লামা আলাউদ্দিন হাসক্বাফী রাহ এ সম্পর্কে লিখেন,
وَلَا خِلَافَ فِي نَجَاسَةِ لَحْمِهِ وَطَهَارَةِ شَعْرِهِ.
কুকুরের গোসত নাপাক এবং তার পশম পাক হওয়ার বিষয়ে সবাই একমত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1334


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুকুরের শরীরে দৃশ্যমান নাপাকি না থাকলে কুকুরের ঘাম নাপাক হবে না।

(২) হারাম প্রাণীর চামড়া দেবাগত দ্বারা পবিত্র হবে কি না? তা নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। হানাফি ফিকহ অনুযায়ী মানুষ এবং শুকুর ব্যতিত বাদবাকি সকল প্রকার প্রাণীর চামড়া দেবাগত তথা পরিশুদ্ধকরণ দ্বারা পবিত্র হয়। সুতরাং হিংস্র প্রাণীর চামড়াও দেবাগত দ্বারা পবিত্র হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1656

(৩) হানাফি ফিকহ অনুযায়ী সাপের চামড়াও দেবাগত দ্বারা পবিত্র হবে।

(৪) জ্বী, মানুষ এবং শুকুর ব্যতিত বাদবাকি প্রাণীর কেশ,লোম,পশম পবিত্র। চায় তা হিংস্র প্রাণীর হোক বা অন্য কোনো প্রাণীর হোক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...