আস্সালামুআলাইকুম
১)কুকুরের ঘাম কী নাপাক?
২)ফিকহ বইয়ে লিখা মৃত পশুর চামড়া দাবাগত করে ব্যবহার করা পাক, যায়েজ হবে তখন। শুধু মাত্র হিংস্র পশুর চামড়া ব্যাতীত। কোন কোন পশু হিংস্র কেটাগরী তে পরে? কুকুর, কুমির কী হিংস্র শ্রেণীতে পরবে?কুকুর /কুমিরের চামড়া দাবাগত করলে ব্যবহার জায়েজ হবে?
৩)সাপের চামড়ার ব্যাগ ব্যবহার এর হুকুম কী?
৪)ফিকহ বই এর ৬৬ পৃষ্ঠাতে লিখা মৃত পশুপাখির কেশ,লোম,পশম পবিত্র। আমার প্রশ্ন হলো হিংস্র পশুপাখির লোম, কেশ, পশম ও পবিত্র কীনা?