আমি একটা মেয়ে। ভার্সিটিতে পড়ি।আমার মা গার্মেন্টস করে সংসার চালায়। বাবা অসুস্থ কিছু করে না। গ্রামে বাড়ি উঠানোর জন্য ২.৫ করা জমি আছে। আমরা ১লাখ ২০ হাজার টাকার মতো ঋণ আছি। শাহাজালাল ব্যাংক থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এখন আমি কী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবো?
১লাখ ২০ হাজার টাকার মতো ঋণ আছি
2. Assalamu alaikum.ভার্সিটির প্রেশারের কারনে যোহরের সুন্নত নামাজ কি ছাড়া যাবে?অনেক টায়ার্ড থাকি মনোযোগ দিয়ে পড়তে পারি না নামাজ।তাছাড়া অনেক সময় সময় অল্প থাকে ব্রেক এর গোসল খাওয়া নামাজ পড়ার সময় থাকে না।এম্নিতে নরমাললি পড়ি সব নামাজই।