আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী দুইজন গোপনে বিয়ে করে ।স্বামী তাকে প্রকাশ করতে চায় না । ২দিন পরে স্ত্রী বুঝতে পারে ।সেও আর চায় না থাকতে।যে সে ভুল করেছে। সে কি তালাক চাইতে পারবে আর যদি ছেলে তালাক দিয়ে দেয় সেই তালাক পতিত হলে তিন মাস পরে কি বিয়ে বসতে পারবে অন্য কোথাও।
স্ত্রীর মনে মনে একটাই চিন্তা ছেড়ে দেয় যেন ।