হঠাৎ অনেকদিন ধরেই (২ মাস হলো )আমি পরালেখা এবং আরও অনেক বিষয় নিয়ে হঠাৎ করে খুব কষ্ট করছিলাম এবং আমার আরও অনেক সমস্যা হচ্ছিলো, যেহেতু পরিক্ষা চলছিলো, আমি ভেবেছিলাম যে সেটা এর চাপে হয়তো এরকম কষ্ট করছিলাম। আরেকটা জিনিস আগেই বলি, জানিনা যে এটা জড়িত নাকি। সেটা হলো যে আমি আগে (১ বছর আগে বা তার আগে) তেমন একটা নামায পরতাম না। তবে এই বছর এর শুরু তে অনেক কঠোর এক আল্লাহ এর দেওয়া পরিক্ষা দিয়ে খুব কষ্ট করছিলাম তাই নামায পরা শুরু করি এবং তখন চেস্টা বজায়ে রাখতাম ৫ ওয়াক্ত পরার। তবে মাঝে স্কুলের পরিক্ষা যেটার কথা শুরুতেই বলেছিলাম, সেটা এর শ্রমে নামায অনিচ্ছায় ফাকি দেওয়া হতো। স্কুলের পরিক্ষা শেষ হওয়ার পর নামায প্রায় ছেরেই দেয় এবং আমার ইমান খুবই দুরবল হয়ে যায়। তারপর আস্তে আস্তে আরো অনেক খারাপ হয়ে যায় সবকিছুই (এখনো) যদিও অনেক আগে থেকেই মানে (২ মাস আগে থেকে) স্কুলের পরিক্ষা এর সময়েও খুবই কঠোর সময় দিয়ে যাচ্ছিলাম মানসিক এবং শারীরিক ভাবেও। শুধু তা নয় আমার জীবনে অনেক সম্পর্ক তেও প্রচুর ঝামেলা শুরু হয় হঠাৎ এবং অনেক কষ্ট দিয়ে এখনো যেতে হচ্ছে নিয়মিত। তবে বেশ কিছু দিন ধরেই আবার নামায শুরু করেছি এবং দোয়া করি। যদিও কোনো দোয়া এখনো কবুল হয়নি। আমার বিসশাস যে আল্লাহ একদিন কবুল করবেন। আমি শান্ত হয়ে অপেক্ষা করার চেস্টা করছি যদিও। ইমান আর বেরেছে আলহামদুলিল্লাহ। তবুও অনেক কান্না করি আল্লাহর কাছে সারাদিনই এখনো। হঠাৎ করে কেনো ২ মাস এতো খারাপ কান্না করার কাহিনি হচ্ছে জানি না। অনেকদিনই হয়ে গেল আর আমি সত্তি আগের জীবন নিয়ে অনেক খুশি ছিলাম। জানিনা কেন এরকম হচ্ছে! কোনো পরিক্ষা নাকি আল্লাহর দেয়া তাও বুঝি না। সারাদিন কান্না করতে করতেই যাই। খুবই বাজে অবস্থা কিন্তু কেনো এতো বেশি বাজে এবং কি করবো জানিনা, অনেক মানুস কেউ হারাচ্ছি এবং হারিয়েছি ২ মাস এই। সব দিকেই অনেক কষ্ট, নিজের বাসাতেও