আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।আমি শুনেছিলাম গান শুনা জায়েজ নাই যেগুলোতে বাদ্য যন্ত্র থাকে।এসব কথা আমি একজনকে বলার সময় বলেছি বাদ্য যন্ত্র, গান জায়েজ নাই।আবার বলেছি যেসব গানে tone আর বাদ্য যন্ত্র থাকে।পরে আবার মনে হচ্ছে ঠিক বলেছি কিনা।কারণ ভুল হলে বার বার বলতে গেলে সে বিরক্ত হবে তাই।।আমি কি সঠিক বলেছি?এতে কি গুণাহ হবে?আমি আর না বললে কি গুণাহ হবে কারন সে বিরক্ত হবে বার বার বললে