আসসালামু আলাইকুম উস্তাদ। বাসার পানি তুলার মোটর সমস্যা, বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন।আমরা পানি ধরে রেখেছি,যা ২জনের ফরজ গোসলের জন্য যথেষ্ট না।এই অবস্থায় হাজব্যান্ড এর ডাকে সাড়া দেওয়া ফরজ কিনা।যেহতু আমি বুঝতেছি যে এখন সাড়া দিলে আমার ফরজ গোসল করা হবে না তাই নামাজও আদায় করা সম্ভব হবে না।
হাজব্যান্ড কে এটা মনে করিয়ে দেওয়ার পরও ডাকলে যাওয়া কি ফরজ??আর যে নামাজ গুলা ছুটে যাবে তার জন্য ওয়াইফকে পাকড়াও করা হবে নাকি হাজব্যান্ড কে???যেহেতু ওয়াইফ হাজব্যান্ডকে মনে করিয়ে দিয়েছে পানির সমস্যা।