আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমার আব্বু পরকিয়া করে।সেটা আমার আম্মু ও আমি জানি।
এই পরকিয়ার ফলে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে। এছাড়া আব্বু ঐ মহিলার পিছনে প্রচুর পরিমাণ টাকা ব্যায় করছে। তবে তার পরকিয়ার প্রমাণ নেই আমার কাছে। এখন আম্মু বলেছে যে তার গোপনে তার কললিস্ট বের করতে।এতে তার পরকিয়া ধরা পরবে।আমি শুধু তার নাম্বার দিয়ে কল লিস্ট বের করতে পারি। এখন এটা কি জায়েয হবে?