১,
https://ifatwa.info/124715/
উক্ত মাস'য়ালায় বলেছেন অগ্রীম পেমেন্ট নেয়া যাবেনা।
কিন্তু ধরুন ক্রেতার সাথে সম্পর্ক আমার অনেক ভাল। আমাকে ক্রেতা বলে উমুক পণ্য নিব,আমি বলি নাই,সে বলে,আনান তাইলে পাইকার থেকে, আমি বলি টাকা নাই,সে বলে আমি দিচ্ছি আনান। এক্ষেত্রে কি জায়েজ হবে? সে নিজেই দিচ্ছে।
২, ধরুন, কোনো পন্য বাজারে আনার আমার টাকা নাই, ফান্ড রেইজ করি যদি ক্রেতাদের থেকে (কর্জ হিসাবে) তাহলে জায়েজ হবে কি