আসসালামু আলাইকুম।
একজন ব্যক্তি মানুষের সরলতার সুযোগ নিয়ে মিথ্যা বলে কিছু মানুষের কাছ থেকে ২০০০ টাকার মত নিয়েছিল কয়েক বছর আগে। এখন সে এই টাকাটা ফিরিয়ে দিতে চায় কিন্তু যাদের কাছ থেকে নিয়েছিল তাদের সাথে আর তার যোগাযোগ নেই এমনি যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা কারা এটাও মনে নেই তার। কিন্তু এটা তো বান্দার হক এখন এই ব্যক্তি কিভাবে ২০০০ টাকা শোধ করবে? সে চুরিও করেছিল কিছু
জিনিস (টাকা না) যার জিনিস চুরি করেছিল সে আর বেঁচে নেই এক্ষেত্রে এখন সে কি করবে? এবং সে তার মার জমানো টাকা থেকেও কিছু টাকা চুরি করেছিল ৫০০/৬০০টাকার মত হবে কিন্তু এখন সে তার মাকে ফেরত দিতে গেলে রাগারাগি করে তার উপর আর তার মা বিশ্বাস করবে না কিছু নিয়ে। এখন সে এই টাকাটা কিভাবে তার মাকে ফিরত দিবে? সে তার আব্বুর কাছ থেকেও মিথ্যা বলে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ঘুরাঘুরি করতো এখন এই টাকার দায়ও কি তার নিতে হবে? এমন কি সে অনেক মানুষের নামে গিবত নামীমাহ করেছে কিন্তু তাদের কাছ থেকেও মাফ চাওয়ার উপায় নাই এখন সে কি করবে? এগুলো সব তো বান্দার হক। দুনিয়াতে থাকা অবস্থায় সেগুলো থেকে সে
মুক্তি পেতে চাচ্ছে এক্ষেত্রে এগুলো থেকে সে কিভাবে মুক্তি পাবে সেই ব্যাপারে প্রতিটা বিষয় বুঝিয়ে বললে মুনাসিব হয়।