আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।আমাকে পর্দা বিষয়ক নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিলে খুবই উপকৃত হতাম।
১.আমি যৌথ ফ্যামিলির বউ।বিয়ে হয়েছে প্রায় তিন বছর।আমার স্বামীসহ আমার শশুরবাড়ির মানুষজন আলহামদুলিল্লাহ আমার পর্দার বিষয়ে অনেক সাপোর্ট করে।এতোদিন শশুরবাড়ির অধিকাংশ কাজেই আমার শাশুড়ী করতেন।আমি টুকটাক হেল্প করতাম রান্নাঘরের কাজে।কিন্তু আমার শাশুড়ীর বয়স হওয়াতে এখন তিনি আগের মতো কাজকর্ম করতে পারেন না।এক্ষেত্রে আমার রুমের বাহিরের অন্যান্য কাজগুলো যেমন:ঘরের অন্যান্য রুম ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া,বাহির থেকে কাপড় আনা ইত্যাদি কাজগুলো কি আমি হিজাব নিকাব পড়ে করতে পারবো?হিজাব নিকাব পড়ে আমার দেবর ভাসুর বা অন্য নন মাহরাম আমাকে দেখলে কি আমার গুনাহ হবে?(ঘরে অন্যান্য কাজগুলো করতে গেলে দেখা হবেই)
২.আমার দেবর জাওয শশুর তারা একসাথে সামনের ডাইনিং এ বসে গল্প করে বা খাবার খায়।এক্ষেত্রে আমি যদি আমার কিছুর প্রয়োজন হয় পর্দার আড়াল থেকে আমার শাশুড়ীর সাথে কথা বলি তাহলে দেবর বা ভাসুর আমার কণ্ঠ শুনলে গুনাহ হবে?
৩.আমার দেবর ভাসুর সাধারণত রান্নাঘরে আসে না।তাদের কিছু প্রয়োজন হলে আমার শাশুড়ীই দেয়।এখন শাশুড়ী বাসায় না থাকলে খুব সমস্যায় পড়তে হয়।ভাসুর সামনের রুম থেকে ডাকতে থাকে শাশুড়ীকে।এক্ষেত্রে আমি পর্দার আড়াল থেকে যদি আমি ভাসুরকে বলি ভাইয়া আম্মু বাসায় নাই, আপনার কি লাগবে এসে নিয়ে যান আমি সরে যাচ্ছি(রুমে চলে যাব আরকি)এক্ষেত্রে গুনাহ হবে?
৪.আম্মু বাসায় না থাকলে টেবিলে সব খাবার দিয়ে রেখে আমি সরে যাই।এক্ষেত্রে আমার দেবর টেবিলে থাকা অবস্থায় যদি আমার জাওয বা শশুরকে জিগ্যেস করি কিছু লাগবে কিনা গুনাহ হবে?(পর্দার আড়াল থেকে)