আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।আমাকে পর্দা বিষয়ক নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিলে খুবই উপকৃত হতাম।

১.আমি যৌথ ফ্যামিলির বউ।বিয়ে হয়েছে প্রায় তিন বছর।আমার স্বামীসহ আমার শশুরবাড়ির মানুষজন আলহামদুলিল্লাহ আমার পর্দার বিষয়ে অনেক সাপোর্ট করে।এতোদিন শশুরবাড়ির অধিকাংশ কাজেই আমার শাশুড়ী করতেন।আমি টুকটাক হেল্প করতাম রান্নাঘরের কাজে।কিন্তু আমার শাশুড়ীর বয়স হওয়াতে এখন তিনি আগের মতো কাজকর্ম করতে পারেন না।এক্ষেত্রে আমার রুমের বাহিরের অন্যান্য কাজগুলো যেমন:ঘরের অন্যান্য রুম ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া,বাহির থেকে কাপড় আনা ইত্যাদি কাজগুলো কি আমি হিজাব নিকাব পড়ে করতে পারবো?হিজাব নিকাব পড়ে আমার দেবর ভাসুর বা অন্য নন মাহরাম আমাকে দেখলে কি আমার গুনাহ হবে?(ঘরে অন্যান্য কাজগুলো করতে গেলে দেখা হবেই)

২.আমার দেবর জাওয শশুর তারা একসাথে সামনের ডাইনিং এ বসে গল্প করে বা খাবার খায়।এক্ষেত্রে আমি যদি আমার কিছুর প্রয়োজন হয় পর্দার আড়াল থেকে আমার শাশুড়ীর সাথে কথা বলি তাহলে দেবর বা ভাসুর আমার কণ্ঠ শুনলে গুনাহ হবে?

৩.আমার দেবর ভাসুর সাধারণত রান্নাঘরে আসে না।তাদের কিছু প্রয়োজন হলে আমার শাশুড়ীই দেয়।এখন শাশুড়ী বাসায় না থাকলে খুব সমস্যায় পড়তে হয়।ভাসুর সামনের রুম থেকে ডাকতে থাকে শাশুড়ীকে।এক্ষেত্রে আমি পর্দার আড়াল থেকে যদি আমি ভাসুরকে বলি ভাইয়া আম্মু বাসায় নাই, আপনার কি লাগবে এসে নিয়ে যান আমি সরে যাচ্ছি(রুমে চলে যাব আরকি)এক্ষেত্রে গুনাহ হবে?

৪.আম্মু বাসায় না থাকলে টেবিলে সব খাবার দিয়ে রেখে আমি সরে যাই।এক্ষেত্রে আমার দেবর টেবিলে থাকা অবস্থায় যদি আমার জাওয বা শশুরকে জিগ্যেস করি কিছু লাগবে কিনা গুনাহ হবে?(পর্দার আড়াল থেকে)

1 Answer

0 votes
by (703,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لما فى ردالمحتار مع الدر المختار:
''فإذا نجيز الكلام مع النساء للأجانب ومحاورتهن عند الحاجة إلى ذلك، ولا نجيز لهن رفع أصواتهن ولا تمطيطها ولا تليينها وتقطيعها لما في ذلك من استمالة الرجال إليهن وتحريك الشهوات منهم، ومن هذالم يجز أن تؤذن المرأة''.(کتاب الصلاۃ، باب شروط الصلاة، مطلب في ستر العورة، ج: 3، ص: 72، ط: سعید)
জরুরতের সময় নারীদের জন্য গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলা জায়েয। তবে তখনো উচ্ছসিত ভাবে নরম ভঙ্গিতে আকর্ষণীয় করে কথা বলা নিষেধ। কেননা এতে করে ফিতনার দ্বার উন্মোক্ত হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2674


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) রুমের বাহিরের কাজ যেমন, নিজ রুম ব্যতিত অন্য রুমের ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, বাহির থেকে কাপড় আনা ইত্যাদি কাজগুলো হিজাব নিকাব পড়ে করতে পারবেন। হিজাব নিকাব পরিহিত অবস্থায় দেবর ভাসুর বা অন্য নন মাহরাম কেউ আপনাকে দেখলে আপনার গোনাহ গুনাহ হবে না। কেননা ঘরের অন্যান্য কাজগুলো করতে গেলে দেখা তো হবেই। আপনার স্বামীর উপর ওয়াজিব যে, তিনি অতিসত্বর পৃথক ঘরের ব্যবস্থা করবেন।

(২) আপনার দেবর জাওয শশুর তারা যদি একসাথে সামনের ডাইনিং এ বসে গল্প করে বা খাবার খায়।এক্ষেত্রে যদি প্রয়োজনে পর্দার আড়ালে আপনি আপনার শাশুড়ীর সাথে কথা বলেন, তাহলে দেবর বা ভাসুর আপনার কণ্ঠ শুনলে কোনো গুনাহ হবে না।তবে সতর্কতামূলক বিনা প্রয়োজনে কথা না বলার আপ্রাণ চেষ্টা করবেন।

(৩) আপনি যদি পর্দার আড়াল থেকে আপনার ভাসুরকে বলেন যে, ভাইয়া আম্মু বাসায় নাই, আপনার কি লাগবে এসে নিয়ে যান আমি সরে যাচ্ছি তাহলে এক্ষেত্রেও আপনার কোনো গোনাহ হবে না।

(৪) আপনার শাশুড়ি আম্মু বাসায় না থাকলে টেবিলে যদি সব খাবার রেখে আপনি সরে যান। এক্ষেত্রে আপনার দেবর টেবিলে বসা থাকা অবস্থায় যদি আপনার জাওয বা শশুরকে আপনি জিগ্যেস করেন যে, কিছু লাগবে কি না? তাহলেও আপনার কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...