আসসালামু আলাইকুম,
কোনো মহিলার অনিয়মিত পিরিয়ড। বর্তমান মাসে তার পিরিয়ড হয়ে ৭ দিন স্থায়ী হয়। তারপর ১০ দিন পর আবার রক্তস্রাব যাওয়া শুরু করে। যতটুকু জানি ১৫ দিনের মধ্যে রক্ত গেলে সেটা ইস্তিহাজা। এখন যেহেতু তার ১০ দিন পর রক্ত যাওয়া শুরু হয়েছে এই রক্ত পিরিয়ড নাকি ইস্তিহাজা? এখন ১০ দিন পর রক্ত যাওয়া শুরু হয়ে সেটা যদি ১৫ দিন অতিক্রম করে তাহলে ১৫ দিন পরের রক্ত কি হায়েজ নাকি ইস্তিহাজা..? রক্ত চলমান অবস্থায় নামাজ পড়ার বিধান কি এবং স্বামী সহবাসের বিধান কি হবে..?
গত মাসে তার হায়েজ নরমাল ছিল। তার অনিয়মিত হলেও মোটামুটি ৭ দিন স্থায়ী হয় এবং মাঝে ৩০-৩৫ দিন গ্যাপ থাকে।
তবে গত মাসের আগের মাসে তার আবার ১৫ দিনের আগেই রক্ত যাওয়া শুরু হয়েছিল এবং ৭-১০ দিন স্থায়ী হয়েছিল।
এরুপ অবস্থায় নামাজ এবং সহবাসের বিধান সম্পর্কে জানালে উপকৃত হব।
জাযাকাল্লাহ