আমার বাবা নেই। মা অসুস্থ। আমার মাস্টার্স শেষের দিকে। এই অবস্থায় আমার বিয়ে করা জরুরি। বাসা থেকে ছেলে দেখছে। সব ঠিক আছে কিন্তু ছেলে বেসরকারি একটি ব্যাংকে চাকরি করে। দুই বাসা থেকেই রাজি। কিন্তু আমার ব্যাংকের চাকরি নিয়ে সমস্যা মনে হচ্ছে। আমি ছেলের সাথে এটা নিয়ে কথাও বলেছি । তিনি বলেছেন উনি কোন শরীয়াহভিত্তিক ব্যাংকে যাওয়ার চেষ্টা করবেন অথবা ভবিষ্যতে ব্যবসা করবেন( ৪/৫ বছর পর)। এছাড়া আমার আর কোন সমস্যা নাই। আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ আছে কিছুটা। এই অবস্থায় আমার কি তাকে বিয়ে করা উচিত হবে? (হালাল বিবেচনায়)