আসসালামু আলাইকুম।
হাসবেন্ড এর সাথে একটি ব্যাপারে আলোচনায় স্ত্রী হাসবেন্ড কে বললো,তোমার আমার জিবনের লক্ষ্য আলাদা,আমাদের কি সংসার কন্টিনিউ করা উচিত??
হাসবেন্ড তাকে উত্তরে বললো,তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও।ভেবে চিন্তে দেখো কি করবা সংসার কন্টিনিউ করবা কি করবা না,আমার এসব ব্যাপারে কিছু বলার নাই।এরপর আবার বলসে তোমার যা খুশি করো,এসব নিয়ে আমার কিছু বলার নাই."
স্বামীর তালাকের নিয়ত ছিলো না।দেড় ঘন্টা পর স্ত্রী জিজ্ঞেস করসে, "তুমি কি আমাকে সংসার শেষ করার অধিকার দিচ্ছো??" তখন সে বলে,"না কোনো অধিকার নাই।সংসার শেষ করার হলে আমাকে এসে বলিও তারপর ভেবে দেখবো।""
স্ত্রী তালাক গ্রহন এর নিয়তে বলে নাই।স্বামী কি বলে সেটা জানার জন্য জিজ্ঞেস করেছে।স্বামী সর্বাবস্থায় বলসে তার কোনো নিয়ত নাই।সে নাকি তালাকের নিয়তে কিছু বলে ও নাই।স্ত্রীকে ভেবে দেখতে বলসে বারবার।
স্বামী -স্ত্রীর এইসব কথার জন্য কি বিবাহে সমস্যা হবে??