আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার বড় খালামণি মারা গেছেন আজ ৭ বছরের বেশি হলো। উনি নিঃসন্তান ছিলেন। আমাকে ছোটবেলায় পালন করে বড় করেছিলেন ও সকল আত্মীয়দের ভালোবাসতেন আলহামদুলিল্লাহ। আমি গতকাল উনার জন্য একদম স্বল্প কিছু অর্থ সদকাহ করেছিলাম মসজিদের নির্মাণ উদ্দেশ্যে। এটি বললাম একমাত্র ব্যাক্ষা টা জানার সুবিধার্থে আর কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ আমাদের সকল রিয়া থেকে হেফাজত করুন আমীন। এখন সদকাহ করার পর আমি খুব কেঁদেছিলাম আল্লাহ তায়ালার দরবারে উনার নাজাতের জন্য। এরপর গত রাতেই আমার খালাতো বোন উনাকে স্বপ্নে দেখেন যে আমরা সকল খালাতো বোনেরা এক জায়গায় বসে আছি। উনি আমাদের কাছে এসে আমাদের একে একে জড়িয়ে ধরে কাদতেঁ কাদতেঁ বলছিলেন কতদিন পর উনি আমাদের দেখছেন। এরপর উনি আমার সেই খালাতো বোন কে কিছু বিপদ সম্পর্কে সাবধান করলেন যেগুলো তার ঘুম থেকে উঠার পর মনে নেই, শুধু মনে আছে তিনি তাকে সূরা ইয়াসিন পাঠ করতে আদেশ করেছেন। এরপর সেই বোন টি আরো কিছু স্বপ্ন দেখেছিল কিন্তু সেগুলোও আর মনে নেই । এই স্বপ্নের ব্যাক্ষা কি হতে পারে উস্তায।
ইনশা আল্লাহ আল্লাহ যেনো ভালো করান ব্যাক্ষা। আমিন।
একটু দোয়া করে দিবেন উস্তায,
আল্লাহ যেনো আমার বড় আম্মুর জীবনের সমস্ত গুনাহ ও কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দিয়ে উনাকে চিরস্থায়ী জান্নাত দান করেন আমীন।