আসসালামু আলাইকুম , একবার এক গভীর রাতে আমি আমার এক মৃত আত্নীয়কে স্বপ্ন দেখেছি। উনি বেচে থাকাকালীন এখনকার যুগ অনুযায়ী অনেকটাই দ্বীনদার নারী ছিলেন।
আমার স্বপ্নটা ছিলো, আমি দেখলাম বিশাল বড় শুকনো মাটির মাঠ, এবং সেটিকে হাশরের ময়দান হিসেবে প্রবল ধারণা ছিলো। তার মধ্যে একজায়গায় আমার ওই আত্নীয় সন তিনজনের কাটা মাথা একটার উপর একটা রাখা ত্রিভুজের মতো করে। মাথা গুলো একটু একটু করে রক্ত চুয়ে পড়ছিলো। তিনটা মাথার একটা মাথা মনে হচ্ছিলো শয়তানের মাথা। এবং সবার চোখ খুলা ছিলো । এবং অনেক দুরে দুরে এমন বেশ কিছু ত্রিভুজ ছিলো ।
এমন ভয়াবহ স্বপ্ন দেখে আমি আর ঘুমাতে পারি নি। আমি আমার ওই আত্নীয়ের প্রতিনিয়ত ইস্তেগফার করি । আমার যখন দ্বীনের বুঝ ছিলো না , আমার ওই আত্নীয় আমাকে প্রতিনিয়ত নসীহা করতো । উনি ইন্তেকালের পুর্বেও ICU তে অক্সিজেন লাগানো অবস্থায় আমাকে পর্দার ব্যাপারে নসীহা করে গেছেন। এখন আমি আলহামদুলিল্লাহ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করি।
তবুও আমি এরুপ স্বপ্ন কেনো দেখলাম?