আসসালামু আলাইকুম। আমি আমার বাবার সাথে বাইকে বসেছিলাম তো তার সাথে আমার স্পর্শ হচ্ছিল, আমার কোনো অনুভূতি হচ্ছিল না কিন্তু ভয় কাজ করচ্ছিল যদি হুরমতে মুশহারাত হয়ে যায় এবং আমার বাবাকে নিয়ে অনিচ্ছসত্ত্বেও বা হঠাৎ করে বাজে চিন্তার উদ্রেক হচ্ছিল বাবাকে নিয়ে এবং আমি জামা এবং তার উপর বোরকা পড়েছিলাম আর বাবা চিন্স প্যান্ট পড়েছিল। এখন কি হুরমতে মুশহারাত হবে?