আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
মজা করেও মিথ্যা বলা তো হারাম। কিন্তু অনেক সময় যে আমরা প্রিয় মানুষের সাথে অভিমান করে বলি যে কোনো মুহাব্বাত নাই আমার দিলে তোমার জন্য, আমি তো তোমার কেউ না, ইত্যাদি ইত্যাদি সেটা কি হারাম হবে...?
তখন তো মনে কষ্ট নিয়ে বলে ফেলি, এখন ভয় হচ্ছে আসলে এটাও কি হারাম হয় কিনা, এটার জন্য কি আমি গুনাহগার হবো?