আসসালামু 'আলাইকুম,
আপনি ঘন ঘন বিভিন্ন স্বপ্ন দেখি। স্বপ্ন গুলো ও কেমন যেন অর্থবহ মনে হয় তাই ব্যাখ্যা জানার জন্য আগ্রহী থাকি।
১. কয়দিন আগে আমি স্বপ্নে দেখেছি। আমি বাথরুম এ ঢুকছি, আমার মা আমার প্রতি রাগান্নিত অযৌক্তিক কারণে। আমি মনে মনে ভাবছি যেহেতু আমার মা, আল্লাহ'র জন্য আমাকে সহ্য করতে হবে। আমি এই ভেবে ভেবে বাথরুম এ ঢুকছি,গিয়ে আমি প্যানে বসেছি তখন দেখি প্যানে পায়খানা লেগে আছে, আমার মা পরিষ্কার করেন নি, আর তার সামনে কতগুলো কাপড় পড়ে মায়ের, মা ওগুলো ধোন নি, আমি যেহেতু একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, আমার খুব খারাপ লাগছিলো, কিন্তু ভাবছিলাম যে আল্লাহ'র জন্য আমাকে রাগ করা যাবে না, আমি ঐ নোংরা প্যানে পানি ঢালতে শুরু করি। এরপর আমি প্রসাব করি। স্বপ্ন দেখে আমার খুব খারাপ লেগেছিল। মায়ের জন্য দুআ করছিলাম।তার ২ দিন পর জানতে পারি আমার মায়ের পিত্তথলির পাথর ধরা পড়েছে। এর ব্যাখ্যা কি আমার মায়ের অসুস্থতাই ছিলো!
২. রাত ২ টার পর পর স্বপ্নে দেখি যে আমার মুখে কতোগুলো ব্রণ এর মতো উঠেছে। আমার মুখ টা একটু ফর্সা লাগছে( নরমালি আমি শ্যামলা )কিন্তু বড় বড় ব্রণ উঠেছে থুতনি, কপাল, গাল এর দিকে। তারপর দেখতে দেখতে হঠাৎ দেখলাম আমার মুখ টা কিছু সময়ের জন্য একটু বাঁকানো লাগছে। পরে আবার ঠিক হয়ে গিয়েছিলো কিন্তু ব্রণ গুলো বড় ছিল।এর ব্যাখ্যা জানতে চাই।
৩. ইশরাকের ওয়াকতে একটু ঘুমিয়েছিলাম । তখন দেখি, বাসায় আমাদের প্রতিবেশী একজন আমাদের কে ডাকছে খুব রাতের বেলা। আমি ভয়ে পেয়েছি যে এতো রাতে কেন ঢাকছে। বাবা দরজা খুলেছে, আমি ভয়ে বাবা কে জোর করে ঘরের ভেতরে ঢুকিয়েছিলাম। তারপর দেখি, ভেতরে ঢুকতে না পেরে সেই প্রতিবেশি বাইরের তারে টাঙানো বাবার একটা শার্ট সাথে কিছু কাপড় চুরি করছে আমাদের ই সামনে, আমি ভয়ে বাবা কে যেতে দিচ্ছিলাম না যে যদি ক্ষতি করে। প্রতিবেশি আমাদের চেনা জানা ছিলো, এর ব্যাখ্যা জানতে চাই...