আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ। একজন বোনের প্রশ্ন...
মাসের ৮ তারিখ হায়েজের ডেট, ৪ দিন অভ্যাস তার। জুনেও হায়েজ ঠিকসময়ে হয়। জুলাইয়ে হায়েজ অফ ছিল, পজিটিভআসায় এম কিট খেয়ে ২৩ দিন ব্লিডিং। (১) এই ব্লিডিংটাকে কি হায়েজ ধরবে? ধরলে কতদিন হায়েজ হিসাব করবে?
আর আগস্ট মাসের ৮ তারিখে ব্লিডিং বেড়ে যায় এবং এটা ৫ দিন ছিল, তবে এই ৫ দিনের মাঝে টানা ২দিন আগের মতো ব্লিডিং কমেছিল। তবে টোটাল ৫ দিন উনি নামাজ পড়েননি। (২) এটা কি হায়েজ ধরবে?
১৬ তারিখ ডিএন্ড সি করানোর পর হালকা ব্লাড আসে ৫ দিন। এরপর সাদা রঙের স্রাব দেখা গেছে। (৩) ডিএন্ডসি করানোর পরের ব্লাড কি নাপাক, এটা কি হায়েজের মতো? এসময়ে নামাজের হুকুম কি?