জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হযরত আ'য়েশা (রা.) বর্ণনা করেন,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي البَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ، فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ، وَقَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشَدِّالنَّاسِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ الَّذِينَ يُصَوِّرُونَ هَذِهِ الصُّوَرَ»
'রাসূলে কারীম ﷺ সবে সফর সেরে এসেছেন।ইতিপূর্বে আমি বাতির উপরে ফটোযুক্ত হালকা পর্দা সেট করে নিয়ে ছিলাম।রাসূল ﷺ এটি দেখার পর তা ছিঁড়ে ফেললেন এবং ইরশাদ করলেন: রোজ কিয়ামতে সবচেয়ে কঠিন শাস্তি ওইসব ব্যক্তির হবে,যারা আল্লাহর সৃষ্টি কার্যক্রমে সাদৃশ্যতা অবলম্বন করে।এরপর হযরত আয়েশা (রা.)বলেন,আমি ওই পর্দাটি কেটে এক বা দুইটি বালিশ বানিয়ে নেই।'[সহীহ বুখারী-৬১০৯]
وَرَأَى أَبُو مَسْعُودٍ، صُورَةً فِي البَيْتِ فَرَجَعَ
হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ ( রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি কোনো ঘরে ফটো দেখতে পেয়ে ফেরত চলে আসলেন। '(ঘরের ভেতরে তিনি প্রবেশ করেন নাই।)[সহীহ বুখারী শরীফ-৭/২৫ ]
عن أبي مَسعودٍ رضي الله عنه: (أنَّ رَجُلًا صنع له طعامًا فدعاه، فقال: أفي البيتِ صُورةٌ؟ قال: نعم، فأبى أن يَدخُلَ حتى كسَرَ الصُّورةَ، ثمَّ دخَلَ
হযরত আবু মাসঊদ আনসারী ( রা.) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি তাঁর জন্য খাবার প্রস্তুত করে তাঁকে ( তার বাড়িতে) আমন্রণ জানাল। হযরত আবু মাসঊদ আনছারী (রা.) জানতে চাইলেন ( তোমার) ঘরে কি কোনো ছবি আছে? আমন্রক জানালেন হ্যা, আছে। তিনি তার ঘরে প্রবেশে অস্বীকৃতি জানালেন। এরপর ওই ব্যক্তি ছবিটি ভেঙ্গে ফেলেলই তিনি তার ঘরে প্রবেশ করলেন। [ সুনানে বায়হাকী : খণ্ড -৭, পৃষ্ঠা-২৬৮]
বিস্তারিত জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উক্ত চিপসের প্যাকেটে ডিজাইনে যদি কোন প্রাণীর ছবি না থাকে,শরীয়াহ বিরোধী কিছু না থাকে, সেক্ষেত্রে উক্ত ডিজাইন করতে আপনার সমস্যা নেই।
(০২)
একাধিকবার ভালো ভালোভাবে পানি ঢাললেই চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে।
(০৩)
না,তায়াম্মুম করা যাবেনা।
আশেপাশের অন্য কোথা থেকে হলেও অযু করতে হবে।
প্রয়োজনে অযুর পানি কোনো মগ/বোতলে নিয়ে ইস্তিঞ্জা খানায় গিয়ে সতর্কতা অবলম্বন করে অযু করবেন।
(০৪)
যদি মাটিতে পুঁতে ফেলা সম্ভব না হয়, তখন করণীয়
ক. যতটা সম্ভব আড়ালে রাখা – যেমন পলিথিন বা মোড়ক দিয়ে প্যাকেট করে ফেলে দেওয়া।
খ. অশুচি জায়গায় না ফেলা – যেমন নর্দমা, টয়লেট বা এমন জায়গায় যেখানে অপবিত্রতা ছড়ায়।
গ. অন্য উপায়ে সম্মান বজায় রাখা – উদাহরণ:
কাগজে মুড়ে ময়লা ফেলার ঝুড়িতে রাখা।
আগুনে পুড়িয়ে ফেলা (এটিও জায়েয)।
(০৫)
এখন তো চারটার আগে আসরের ওয়াক্ত আসেনা।
সুতরাং বাসা থেকে বের হওয়ার সময় আপনি আসরের নামাজ পড়তে পারবেন না।
এক্ষেত্রে আপনি প্রাইভেট এর টাইম পরিবর্তন করতে পারেন। তাহলে আসরের নামাজ সময় মতো পড়তে পারবেন।
(০৬)
এ সংক্রান্ত বিধান জানুনঃ-