আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ।
১/যদি কেউ পুরানো সোনার গহনা ভেংগে তা দিয়ে নতুন গহনা বানায় আর এতে অতিরিক্ত যা সোনা লাগে, তার বিনিময়ে টাকা দেয়,তাহলে তা জায়েজ হবে?
২/ আর নতুন সোনার গহনা বানানোর জন্য কেউ যদি পুরাতন সোনার গহনা দোকানদারকে দিলে দোকানদার এর বিনিময়ে একটা এমাউন্ট নির্ধারণ করে,কিন্তু দোকানদার মূল্যটা তখনই পরিশোধ না করে আর নতুন সোনা বানাতে যে টাকা লাগবে,তা থেকে এই পুরাতন সোনার মূল্যটা বাদ দিয়ে ক্রেতার জন্য বাকি টাকাটা ক্রয়মূল্য হিসেবে নির্ধারণ করে, আর এই টাকাটা ক্রেতা যখন নতুন সোনার গহনা নিবে,তখন পরিশোধ করবে,তাহলে এই সুরতে বেচা কেনা জায়েজ হবে,উস্তায হাফিজাহুল্লাহ?
যেমন:পুরনো সোনার গহনা ২০,০০০টাকা।
নতুন সোনা কেনা বাবদ এসেছে ১,৫০,০০০টাকা।
১,৫০,০০০-২০,০০০=১,৩০,০০০টাকা ক্রেতার পরিশোধ করতে হবে। এভাবে কি স্বর্ণ কেনা-বেচা জায়েয হবে,উস্তায?
৩/সোনা টাকা বাকি রেখে বা অগ্রীম টাকা পরিশোধ করে কেনা বেচা জায়েজ হবে?
৪/কাবার আকৃতির লকেট পড়া যাবে কি?