আসসালামুয়ালাইকুম।
১. জেনারেল লাইনে পড়াশোনার সময় অনেকেরই দীনের জ্ঞান থাকে না,বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় অনেকেই পরীক্ষাতে দেখাদেখি করে লিখে এক্ষেত্রে এটা কোন ধরনের গুনাহের মধ্যে পড়ে? এই গুনাহ থেকে মাফ পাওয়ার উপায় কি?
২. আজ কাল তো অনলাইনে অনেক কোর্স আছে। দুনিয়াবি জ্ঞান অর্জনের আবার দীন শিক্ষার। এইসব জায়গায় পরীক্ষাও হয় অনলাইনে এখানে কেউ দেখে পরীক্ষা দিলেও আল্লাহ ছাড়া কেউ দেখবে না বুঝবে না এটার মাধ্যমে ও তো গুনাহ হচ্ছে অন্য ভাই বোনদের হক নষ্ট হচ্ছে। যারা না যেনে এই ধরনের গুনাহ করে ফেলে তাদের জন্য ইসলামে বিধান কি? মাফ পাওয়ার উপায় কি?
৩. আর যারা এই গুনাহ সম্পর্কে অবগত কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছে,শয়তান বুঝালো একটু দেখলে কিছু হবে না আর এই ফাঁদ সে পা দিলো; হয়তো পরীক্ষা দেওয়ার সময় সামনে নোট ছিলো একটু নজর গিয়েছে বা কিছু একটা ভুলে গিয়েছে একটু দেখে এসে পরে পরীক্ষা দিলো তাদের ক্ষেত্রে বিধান কি?ক্ষমা পাওয়ার উপায় কি?
৪. যেহেতু এর মাধ্যমে বান্দার হক নষ্ট হয় আর এতো মানুষের কাছে গিয়ে তো মাফ চাওয়া সম্ভব না সেক্ষেত্রে করনীয় কি?
৫. কেউ এইধরনের গুনাহে লিপ্ত থাকলে কিভাবে তাকে বুঝানো যায়?
৬. আর যে এই গুনাহ করে অনুতপ্ত সে ভাবছে আল্লাহ হয়তো তাকে মাফ করবে না। আল্লাহ মাফ করলেও আল্লাহর যে বান্দাদের হক নষ্ট করেছে তারা মাফ করবে না ,তাকে কিভাবে বুঝানো যায়? এই ধরনের গুনাহের কি সত্যিই ক্ষমা নেই?