আসসালামু আলাইকুম, আমার হাসবেন্ড একজন সরকারি চাকরি জীবী। আর্থিক ভাবে সাপোর্ট দেয়ার জন্য নিজের বাসার কাছেই স্কুলের পাশে একটা দোকান ভাড়া নিতে চাচ্ছি হয় ফুড আইটেম বা কাপড়ের দোকান দেয়ার ইচ্ছা।
এক্ষেত্রে পর্দা মেইনটেইন করে কি পসিবল!! কি কি দিক বিবেচনা রাখা যায়। আমাকে নসীহা দিয়ে উপকৃত করবেন। অন্য কোনো আইডিয়া থাক্লেও দয়া করে জানাবেন।( সৎ ভাবে চলতে আর্থিক টানা পোরান হয়)
জাজাকাল্লাহ খাইরান