আসসালামু আলাইকুম।
ওস্তাদ,
আমার বিয়ের সময় আমার শশুর বিয়েতে ছিলোনা।তাকে ফোন করে জানানো হলে সে বলেছিলো আমার কোনো মেয়ে নাই।তবুও আমরা পারিবারিক ভাবেই বিয়ের কাজ শেষ করি আমার শশুরকে ছাড়া।বিয়েতে তার একজন এমনিতেই দাদা ছিলো যে কিনা স্বাক্ষী ছিলো।
এখন একটা মত আছে যে বাবা ছাড়া মেয়ের বিয়ে বাতিল বাতিল বাতিল।
এখন কি তার বাবাকে সামনে রেখে আবার বিয়ে করতে হবে?
আর বাবা ছাড়া বিয়ে বাতিলের যে বিষয়টি সেটা কতটুকু গ্রহনযোগ্য?