السلام عليكم ورحمة الله وبركاته
০১- উস্তাজ একজন প্রশ্ন করেছেন যে তিনি কোনো অশ্লীল স্বপ্ন দেখার পর সাথে সাথে উঠে যেয়ে চেক করেন যে তার কোনো স্রাব বা এমন কিছু গেল কিনা। তখন চেক করে পায়না। কিন্তু ঘুম থেকে পরে উঠে গেলে অনেকক্ষণ পরে স্রাবের মতো দেখতে পায়। এক্ষেত্রে কি সে সতর্কতা স্বরুপ ফরজ গোসল করবে?
০২- উস্তাজ আমি রিসেন্টলি একজনের কাছ থেকে শুনেছি যে যেই মজলিস বা পরিস্থিতিতে কোনো অন্যায় হতে দেখলে আমি যদি মোটামুটি নিশ্চিত থাকি যে বাধা দিলে কোনো কাজ হবেনা উল্টা আমাকে সবাই বেয়াদব ভাববে এক্ষেত্রে নাকি অসৎকাজে নিষেধের দায় আমার কাঁধে আসবে না। অর্থাৎ তাদেরকে বাধা না দিলে আমি গুনাহগার হবোনা। শুধু নিজে অন্তরে ঘৃণা করলেই চলবে। এটা কি সঠিক?
০৩- উস্তাজ আমি যখন অনলাইনে ক্লাস করি তখন পাশাপাশি অন্য কোনো কাজ না করলে আমি ঠিকমতো মনোযোগ দিতে পারিনা। কাজ বলতে কোনো ধরণের লেখালেখি বা টুকটাক ছোটখাট কাজ যেমন :- শিম বা কাঁঠালের বিচি ছেলা বা মটরশুঁটি খোটা। এগুলো করলে আমি পাশাপাশি ক্লাসে ভালো করে মনোযোহ দিতে পারি। এক্ষেত্রে এটা কি আদবের খেলাফ হবে?
০৪- উস্তাজ একজন অল্প বয়েসী মেয়ের উপর কাদেরকে সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ এর দায় বর্তাবে?