আসসালামুআলাইকুম,
কোন ব্যক্তি যদি মানত করে যে তার কাছে থাকা নতুন পোশাকটি সে সদাকা করে দেবে,কিন্ত পরবর্তীত যদি সে মানত ভঙ্গ করে এবং কাফফারা না দেয়,তাহলে কাফফারা না দেওয়ার কারনে কি সেই পোশাকটি পরিধান করা তার জন্য হারাম হয়ে যাবে? কাফফারা না দিয়ে সেই পোশাকটি যদি সে পরিধান করে, তাহলে কি তার দোয়া ইবাদত কবুল হবে?