পূর্বের প্রশ্ন:
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কিছু দিন আগে আমার হাসবেন্ড উনার অফিসে জন্য একটি কম্পিউটার ক্রয় করেন। তখন উনি ব্যাংকে টাকা ট্রান্সফার করে পে করেন। তার ১বা ২দিন পর সেই পরিমাণ টাকা উনার একাউন্টে ডিপোজিট হয়। ভেবেছিলাম কোনো ক্লাইড টাকা পাঠিয়েছেন। তারপর কিছুদিন অপেক্ষা করার পরেও কেউ যোগাযোগ করেননি। যেসব ক্লাইড টাকা পাঠানোর কথা ছিলো উনারা কেউ সেই টাকা দেয়নি। তখন আমরা ব্যাংকে যোগাযোগ করি, ব্যাংক জানায় আমাদের ঐ কম্পিউটার ক্রয় করার টাকা ফেরত চলে আসছে। তখন আমার হাসবেন্ড ঐ কম্পিউটারের দোকানে যায় এবং বলেন উনাদের টাকা ফেরত চলে আসছে কি-না। উনারা বলেন হয়নি, আমার হাসবেন্ড ৪/৫ বার চেক করিয়েছেন এবং দোকানদার উনার টাকার হিসাব মিলিয়েও বলেছেন টাকা উনার একাউন্টে আছে, কেটে যায়নি।
এখন এই টাকার মাস'আলা কি জানতে চাচ্ছি।
এই প্রশ্নের উত্তর পেয়েছি।
নতুন প্রশ্ন:
এই টাকা টা সদকাহ বা দান করে দিতে বলেছেন। এখানে সওয়াবের আশা করা যাবে নাকি সওয়াবের আশা ছাড়াই করতে হবে? অথবা এটা দান না করে যদি বাবা বা ভাইয়ের কোনো ঋণ থেকে থাকে এবং সেই ঋণ অর্থাভাবে পরিশোধ করতে না পারার জন্য আমার হাজবেন্ড এই টাকার সাথে আরও কিছু টাকা এড করে ঋণ পরিশোধ করে দেন তাহলে কোন সমস্যা হবে?