১।একজন মানুষ জেনেছে এখানে প্রশ্ন করার পর যে ওসব কাজ কুফরি তবে না জেনে করায় ঈমানে সমস্যা হবে না।তওবা করে নিবে।পরে হয়ত নামাজে এমনিতে সব গুনাহর জন্য মাফ চাইতে পারে প্রতিদিন না মাঝে মাঝে ।কিন্তু তওবা না করলে যে ঈমান চলে যাবে সেটা সে জানত না।যখন জানছিল ঈমান যাবে না তখন মনে মনে যে ওসব কাজ আর করবে না ভেবেছে ওটা কি তওবা হবে আর তওবা না করলে ঈমান চলে যাবে সেটা জানার পর আবার তওবা করলে তার ঈমান ও বিয়ে ঠিক থাকবে?
২।এখান থেকে জেনেছিলাম গানে শিরকি আছে এমন গান এমনিতে গাইলে কিন্তু আকিদা ঠিক রেখে তাহলে ঈমান যায় না শুধু এটা। তহ এমন গান গাওয়ার সময় নিজের মত অর্থ দিয়ে স্বামীকে ভালবাসার উদ্দেশ্যে গাইলে কি কোন সমস্যা হবে?
৩।কিছু গান এভাবে গাইলে স্বামীর প্রতি ভালবাসা দেখিয়ে। যেমনঃ ভালবাসা একটা ইবাদত, তুমার ভালবাসা থাকলে মানুষের দোয়া লাগবে না,ওষুধ লাগবে না ইত্যাদি। ওসব গানে কুফরি লাইন নিজের মত এভাবে চিন্তা করে গাইলে কি ঈমান চলে যাবে?মনে কোন কুফরি বা শিরকি চিন্তা না করে স্বামীকে ভালবাসার উদ্দেশ্যে নিজে নিজে বা এমনিতে গাহিলে?