আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১) জন্মদিন পালন করা তো হারাম তাই এধরনের কেক এর পেইজের থেকে ইনকামও কি হারাম হবে? যেহেতু সেখান থেকে এ ধরনের অনুষ্ঠান করতে কেক নেওয়া হয়।
২) আমার পরিচিত একজন তার কেক এর বিজনেস পেইজে হেল্প করার কথা বলেছে এবং মাসিক কিছু টাকাও দিবে এই কাজের বিনিময়ে। এ জায়গায় কাজ করাটা কি গুণাহ হবে? আর সেই কাজের বিনিময়ে প্রাপ্ত টাকা কি হারাম হবে আমার জন্য?
( আমি এ সম্পর্কে জিজ্ঞেস করায় বলেছিলো এক হুজুর বলেছে হ্যাপি বার্থডে এরকম টাইপ কিছু লেখা না থাকলে শুধুমাত্র নিজের প্রয়োজনে এভাবে বিজনেস করলে নাকি সমস্যা নেই।)
নিশ্চিত হওয়াটা জরুরি।
জাজাকাল্লাহু খাইরান।