আসসালামু আলাইকুম, উস্তাদ আলহামদুলিল্লাহ্ গত এক বছরে আমি অনেক রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি। মাঝেমধ্যে একটা গুনাহ হয়ে যায় যা থেকে আমি প্রায়ই তওবা করতাম এবং তাও করে ফেলতাম। সেটা থেকেও অনেকটা সরে আসছি কিন্তু এমন না যে একদম ছেড়ে দিয়েছি তবে প্রতিবার আমার নিয়ত একদম ছেড়ে দেওয়ারই থাকে। এবার অনেকদিন পর আল্লাহর রহমতে আমি দুইটা নেয়ামত পাইছি যা আমার প্রাণভরে শুকরিয়া আদায় করা উচিত। এমতাবস্থায় আমি আবার গুনাহে লিপ্ত হই এবং এখন আমি অনুশোচনায় মরে যাচ্ছি। আমি প্রচন্ডরকম ঘৃণা করছি নিজেকে। সাথে সাথে তওবা করেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশো বার পড়েছি (শুনেছি এটা একশো বার পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন) আর আল্লাহর নামে কসম করে ফেলেছি যে এ গুনাহ জীবনেও আর করবো না এবং আমার নিজের উপর আলহামদুলিল্লাহ্ এটুকু বিশ্বাস আছে যে আমি করবো না। আমি কি খুব দ্রুতই মাফ পাবো? আমি এমন অবস্থায় একটা মুহূর্তও সহ্য করতে পারছি না যে আল্লাহ আমার উপর নারাজ আমার চোখের পানি শুকায় গেছে যে এক কথা কতবার বলবো, এরমধ্যে আবার সুরা নিসার ১৮ নাম্বার আয়াত মনে পড়লো এখন এই ভয়ই হচ্ছে যে আল্লাহ আমাকে মাফ করবেন না... আল্লাহ না করুক, কেয়ামতের দিন আল্লাহর অভিশাপ প্রাপ্তদের মধ্যে থাকবো আমি... আমি একটু আশা চাই... আমি অতিরিক্ত অকৃতজ্ঞ হয়ে গেছি। আমি নিজেকে শাস্তি দিতেও প্রস্তুত এর জন্য.. আমি মাফ পাওয়ার জন্য আর কি করতে পারি?
Jazakumullah