আমার পরিচিত একজনের পক্ষ থেকে প্রশ্ন। তিনি বলেন
আসসালামুয়ালাইকুম। আমি যে রাকির রুকিয়া পরামর্শ নেই উনি আমাকে স্বপ্ন দেখেছে:
"আপনার তালাক হয়ে গেসে। জামাই দুই বাচ্চা নিয়ে গেসে। একটার পর একটা বিপদ পরিবারে আসছেই।
আপনি একা নিঃসঙ্গ, আপনার জীবন সঙ্গী দরকার, কে আপনাকে বিয়ে করবে এসবের দুশ্চিন্তা, আমাকে বলতেছেন আর কানতেছেন"
এই স্বপ্ন এর কোন অর্থ আছে?