আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
13 views
ago in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার পরিবার,আমার আশপাশের ক্লোজ মানুষজন কেউ তেমন দ্বীনদার নন।তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন। হিদায়েতের পর নিজের চালচলন,কথা বার্তা সবকিছুতেই পরিবর্তন আনার চেষ্টা করছি

চেষ্টা করছি প্রতিটা মুহুর্ত পাপহীন থাকতে। আগে অনেক কথা বললেও এখন বুঝে-শুনে যা উত্তম তাই বলি, গুনাহ হবে এমন কাজ এরিয়ে চলি এমন জায়গা এরিয়ে চলি ডাকলেও

১)এখন যারা ক্লোজ, এমনকি আম্মও বলছে এতো চুপচাপ হয়ে গেসিস কেনো অথচ তেমন হয় নি যেটা উনারা বলছেন।পর্দা করছি দেখে ব্যাপার টা নিয়ে আম্ম বেশি ভাবছেন আর বাকিরা পর্দায় সাপোর্ট দিলেও স্বভাবের পরিবর্তন মানতে পারছেনা।আমার কি করা উচিত? খোলাখোলি কি সবার সাথে কথা বলা উচিত?

২)আমার বেশ মাথায় প্রেশার লাগছে এসবের জন্য, জীবন থেকে মানুষও কমে যাচ্ছে & যাবে। আমার এমন কেউ নেই যার কাছে একটু গেলে ভালো লাগবে।বিয়ে করতে চাচ্ছি এজন্য, তবে আল্লাহ কখন রেখেছেন জানি না।দুয়া করবেন আমার জন্য।অনেক বেশি একা লাগে এই এত বড় দুনিয়ায়

৩)আবার অনেকে কেমন যেনো ঠাট্টা করে বাট অত পারে না কারণ আমি সেই সুযোগ দেই না।কিন্তু চেনা মানুষেরা এভাবে অচেনা হয়ে গেছে খুব খারাপ লাগছে

৪)আমার বিরুদ্ধে দল করে ফেলে কেমন যেনো আলাদা হয়ে গেছে আর আমি এটা মানতেই পারছিনা যে মানুষ এতো খারাপ কেনো! আমি কখনো কাউকে কষ্ট দেই না অথচ আমার বেলায় একবারো ভাবে নি। আমি কিভাবে ফেইস করবো এইসব? একা একা খুব প্রেশার লাগছে মাথায় মানুষের এমন পরিবর্তন, এমন দল করে ফেলা। আমি কিভাবে নিজেকে শক্ত করবো?

আল্লাহ ছাড়া এখন আমার কেউ নেই সত্যি বলতে।নিজেকে অনেক একা লাগে (বাসায় উনারা সাপোর্ট তেমন করেন না, তাই উনাদের সাথেও মন খুলে কিছু বলতে পারি না) সব কিছু একা একা ফেইস করতে হচ্ছে

৫)আমি কিভাবে কিছু পাত্তা না দিয়ে,শুধু দ্বীনের উপর ফোকাস দিতে পারবো? যেনো কোনো কিছু হলেও আমি শক্ত থাকি

আমি অনেক কষ্ট পাই মনে  মনে, এমনো হয় সারাটা দিন মন খারাপে চলে যায় (লাস্ট ৩ দিন এমন হচ্ছ,আমি শুধু কষ্টই পাচ্ছি মানুষের থেকে)

1 Answer

0 votes
ago by (691,530 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত লুকমান আঃ উনি উনার সন্তানাদিদেরকে কিছু নসিহত করেছিলেন, যা আল্লাহ তা'আলার পছন্দ হওয়ায় তিনি কুরআনে কারীমে নিয়ে এসেছেন।
يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُن فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ ۚ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
হে বৎস, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূ-গর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুর খবর রাখেন।(সূরা লুকমান-১৬)
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
হে বৎস, নামায কায়েম কর, সৎকাজে আদেশ দাও, মন্দকাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর। নিশ্চয় এটা সাহসিকতার কাজ।(সূরা লুকমান-১৭)

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।(সূরা লুকমান-১৮)
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ ۚ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।(সূরা লুকমান-১৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছেন। এটা মহান আল্লাহ তা'আলার অপার মহিমা। প্রশ্নের বিবরণমতে  আপনি হেদায়েত পাওয়ার যেই নমনীয় ভাবে চলাফেরা করতেছেন, এভাবেই চলাফেরা করবেন। এতেকরে যত কষ্টই আপনার হোক না কেন? আপনি ধর্য্য সহকারে পালন করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...