আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
ago in হজ ও উমরা (Hajj and Umrah) by (2 points)

আসসালামু আলাইকুম, হজ বিষয়ে পরামর্শ চাই । আলহামদুলিল্লাহ আমার হজ্জ ফরয হয়েছে । হজ্জ করার মত টাকা ব্যাঙ্কে জমা আছে।

২য় আর একটি বিষয়- আমার শ্বশুর নেই, কোন শালক ও নাই। আমার আহলিয়ারা ৩ বোন, আমার আহলিয়া সবার বড়, মেজ বোন স্টুডেন্ট অনার্স ৩ বর্ষে পড়ে ও বিবাহ যোগ্য, বিয়ের কথাবার্তা চলতেসে।   ছোট বোন অসুস্থ ওর ট্রিটমেন্ট এ ভাল টাকা খরচ হয়। যেহেতু পরিবারে উপার্জন করার মতো কেউ নাই, আমার শাশড়ি অনেক কষ্ট করে সংসার চালায়। সম্প্রতি বাড়ি ঘরের কাজ করার জন্য জমি বিক্রি করবে বলে চিন্তা করতেছে, জমি বিক্রির সব টাকা ঘরের কাজে লাগবে না, কিছু টাকা থাকবে, যা সুদী ব্যাংক এ রাখতে হবে। আমার আহলিয়া ভাবতেসে তার টাকার সাথে আমার টাকা মিলিয়ে ঢাকায় জমির শেয়ার কিনতে, কিছুদিন পর জমির রেজিস্ট্রেশন ও প্ল্যান পাশ হয়ে গেলে শেয়ার আর দাম বেড়ে যায় , তখন বেশি দামে বিক্রী করবে, এতে তার টাকা সুদী ব্যাংকে রাখা হলো না আর কিছু  প্রফিট হলো যা দিয়ে পরিবর্তে কোনো কাজে লাগানো যাবে। এখন পরবর্তী হজ্জ এখনো ৭/৮ মাসের মতো সময় আছে।  এই সময়ের মধ্যে যদি শেয়ার বিক্রি করা যায় তাহলে ২০২৬ সালে হজ্জ এ যেতে পারবো আর বিক্রি করতে দেরি হলে ২০২৬ হজ্জ করা হবে না। আল্লাহ পাক চাহে তো ২০২৭ বা পরবর্তী কোন বছর করতে হবে।

এখন আমার জানার বিষয় হলো আমার কি করা উচিত? জমির শেয়ার না কিনে হজ্জ করব, নাকি জমির শেয়ার কিনব, যাতে অসহায় একটা পরিবার একটু উপকৃত হতে পারবে। এটা নিয়ে অনেক পেরেশানিতে আছি।

1 Answer

0 votes
ago by (691,530 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিনা কারণে দেড়ীতে হজ্ব করা গোনাহ। তবে জরুরত থাকলে দেড়ীতে হজ্ব করা যাবে। প্রশ্নের বিবরণমতে দেড়ীতে হজ্ব করা যাবে। গোনাহ হবে না, ইনশাআল্লাহ। 

"تعجلوا الخروج إلى مكة فإن أحدكم لايدري ما يعرض له من مرض أو حاجة. "الديلمي عن ابن عباس".(كنز العمال في سنن الأقوال والأفعال، ج: 5، صفحہ: 16، رقم الحدیث: 11851، ط:  مؤسسة الرسالة)  

وفي ردالمحتارمع الدر :
 (على الفور) في العام الأول عند الثاني وأصح الروايتين عن الإمام ومالك وأحمد فيفسق وترد شهادته بتأخيره أي سنينا لأن تأخيره صغيرة وبارتكابه مرة لا يفسق إلا بالإصرار بحر ووجهه أن الفورية ظنية لأن دليل الاحتياط ظني، ولذا أجمعوا أنه لو تراخى كان أداء وإن أثم بموته قبله وقالوا لو لم يحج حتى أتلف ماله وسعه أن يستقرض ويحج ولو غير قادر على وفائه ويرجى أن لا يؤاخذه الله بذلك، أي لو ناويا وفاء إذا قدر كما قيده في الظهيرية.

(قوله: كان أداء) أي ويسقط عنه الإثم اتفاقا كما في البحر قيل: المراد إثم تفويت الحج لا إثم التأخير. قلت: لا يخفى ما فيه بل الظاهر أن الصواب إثم التأخير إذ بعد الأداء لا تفويت وفي الفتح: ويأثم بالتأخير عن أول سني الإمكان فلو حج بعده ارتفع الإثم اهـ وفي القهستاني: فيأثم عند الشيخين بالتأخير إلى غيره بلا عذر إلا إذا أدى ولو في آخر عمره فإنه رافع للإثم بلا خلاف. (کتاب الحج، ج: 2، صفحۃ: 455 و456، ط: ایچ، ایم، سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...