আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
https://ifatwa.info/125280/
১।উপরের লিংক এর ৩ নাম্বার প্রশ্নে স্বামী বা স্ত্রী কে এসব বিষয়ে না জানিয়ে তাদের জন্য আল্লাহর কাছে তাদের ঈমান রক্ষা ও তাদের সেসব বিষয়ে জ্ঞান দানের জন্য দোয়া করলে হবে?
২।৫ নাম্বার প্রশ্নে নিচের কথাট বুঝি নি।ঈমান ভন্গের কারন না জেনে মানে ওসব কথা দ্বারা ঈমান ভাঙতে পারে সেটা না বললে জানার পর সাথে সাথে তওবা করলে কি ঈমান ও বিয়ে নবায়ন করতে হবে?
৩।বালেগ হওয়ার আগে না জেনে অনেক কুফরি কথা,শিরকি কথা ও আকিদা বিশ্বাস করে।সেসব নিয়ে বালেগ হওয়ার পর তওবা না করলে কি ঈমান ও বিয়ে ঠিক থাকবে নাকি আগের ওসব আল্লাহ মাফ করে দিবে?
৪।কোন অমুসলিম তাদের পুজোর ছবি বা তাদের দেব দেবির ছবি পোস্ট করলে সেখানে লাইক দিলে কি ঈমান চলে যাবে?সেসব বিশ্বাস না করে এমনিতে লাইক বা লাভ রিয়েক্ট দিলে?
৫।কোন মানুষ জানে কি কি করলে আর বললে বড় শিরক, বড় কুফরি ও ঈমান চলে যেতে পারে। পরে ওসব ভুলে গিয়ে ওসব কাজ করে ফেললে বা ওসব কথা বলে ফেললে পরে আবার জানার পর সাথে সাথে তওবা করলে কি তার ঈমান ও বিয়ে নবায়ন করতে হবে নাকি তওবা করলে হবে?
৬।ইসরায়েলি প্রোডাক্ট কিনলে বা কোকাকোলা বা অন্যান্য যা ইসরায়েলি এসব খেলে বা ইউস করলে কি ঈমান চলে যায়? এসব ইউস করা গুণাহ কিন্তু ঈমান চলে যেতে পারে কিনা সেটা না জেনে ইউস করলে কি ঈমান চলে যাবে?
৭।কেউ যদি বলে আল্লাহ আমি বিদেশে মানে ইউরোপ যেতে চায় না ঈমান ঠিক থাকবে না বা রাখা সম্ভব হবে না। আল্লাহকে মোনাজাতে এসব বললে এবং আল্লাহর সাহায্য চায়লে কি ঈমান চলে যাবে? আসলে কুফরি করার উদ্দেশ্যে না শুধু ঈমান রক্ষার জন্য ভয়ে এসব বললে?
৮।ক্রিসমাস পালন শিরক কিন্তু কোন ধরনের শিরক জানে না।পালন ও করে নি কোনদিন।কিন্তু একটা Assignment যেখানে একটা রেস্টুরেন্টে বানাতে বলেছে গ্রাফিক্স এর মাধ্যমে। সেখানে এমনিতে সুন্দরের জন্য ক্রিসমাস ট্রি ওটা বানালে গ্রাফিক্স এর দ্বারা এবং সাউন্ড হিসেবে জিংগালবেল গান ওটা দিলে এবং এসবের দ্বারা ঈমান ভাঙতে পারে না জেনে এসব তার কি ঈমান চলে যাবে?ঈমান ভাংগার কারণ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করার সময় হঠাৎ মনে পড়লে এবং তওবা করলে তার কি বিয়ে ও ঈমান নবায়ন করতে হবে?
৯।ক্রিসমাস কোন ধরনের শিরক জানে না তবে শিরক এটা শুনেছে ভেবেছে ছোট শিরক, সবাই পালন করে দেখে ভেবেছে।এমতাবস্থায় মনে যদি আসে সেও করবে পরে এমনিতে কিন্তু খ্রিস্টানদের মত আকিদা না থাকে এমনিতে বিনোদনের উদ্দেশ্যে বা অন্য উদ্দেশ্যে ।কিন্তু পরে কয়েকমাস এটার দ্বারা ঈমান চলে যেতে পারে এটা মাথায় আসলে তওবা করে তাহলে তার কি ঈমান চলে যাবে আর বিয়ে?