ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ০ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَه ُ০
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।(সূরা যিলযাল-৭-৮)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
" مَا مِنْ عَبْدٍ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الجَنَّةَ "
যে ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে,অতপর এই কালেমার উপর মৃত্যু বরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।(সহীহ বোখারী-৫৮২৭)
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার সপ্তম নম্বর আকিদা হল,
"আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া।
আল্লাহ তা'আলা রহমান এবং রাহীম তথা অসীম দয়ালু।আল্লাহ রহমত থেকে একমাত্র কাফিরই নিরাশ হতে পারে।" এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2260
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) চোখের পাপড়ি হাতে নিয়ে মনের আশা পূরণের জন্য চোখ বন্ধ করে উইশ করলে ঈমানের কোনো ক্ষতি হবে না। কেননা মু'মিন সর্বদা আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে।
(২) জন্ম দিনের মোমবাতি নেভানোর আগে যদি এমন উইশ করা হয়, তাহলে এজন্যও ঈমান চলে যাবে না।