আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি অনলাইনে ডিজাইন ও ছবি (যেমন Photoshop/AI দিয়ে বানানো poster, background, shoe manipulation ইত্যাদি) বানিয়ে Freepik.com নামে একটি ওয়েবসাইটে আপলোড করতে চাই।
এই ওয়েবসাইটে কাজ করলে,
আমি contributor হিসাবে আমার ডিজাইনগুলো আপলোড করব।ইউজাররা ফ্রি বা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে আমার ডিজাইন ডাউনলোড করবে। ওয়েবসাইট থেকে আমাকে ডলার আকারে টাকা দেওয়া হবে, যা মূলত তাদের premium subscription এবং ads income (design based) থেকে আসে। আমার কাজগুলো হালাল বিষয়ক (কোনো অশ্লীলতা, হারাম পণ্য প্রচার, জুয়া, মদ ইত্যাদি নয়)।
.
আমার প্রশ্ন হলো:
1. এইভাবে Freepik থেকে contributor হিসাবে আয় করা ইসলামে হালাল হবে কি না?
2. যেহেতু Freepik-এর কিছু income ads থেকে আসে, যদিও আমি সরাসরি ads-এর টাকা পাচ্ছি না, বরং আমার কাজ বিক্রির ভাগ পাচ্ছি — এটা কি আমার ইনকামে প্রভাব ফেলবে?
3. আমার করণীয় কী?আমি কি এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, নাকি এতে শুভহ (সন্দেহজনক) ইনকাম থাকবে?
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।