From someones
১. Assalamualaikum Warahmatullahi wabarakatuh.
উস্তাদ আমরা অনেক এ আগে জানতাম নাহ সাহ রি টাইম আজান এর আগে সেশ হই, তহ আমরা আজান সেশ হলে সাহরি সেশ করতাম এখন এই রজা গুলো কি করব উস্তাদ অনেক ভয় লাগছে উস্তাদ
2. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার একটা প্রশ্ন, পিরিয়ডের সময় সোশাল প্লাটফর্ম ব্যবহারের সময় আরবি লিখা/ ভিডিও গুলোতে টাচ লেগে গেলে আমাদের কি করা উচিত??
একটু দ্রুত জানালে মুনাসিব হয়।
3. ইসলামিক বই পড়ার সময় আমার মা ছোট ছোট লেখা হওয়ায় আরবী টা পড়তে পারে না শুধু বাংলা টুকু পড়েন এই ক্ষেত্রে কি ওনার গুনাহ হবে?
আর ইসলামিক বই পড়ার সময় কোর আনের আয়াতের শুধু বাংলা অর্থ পড়ে আরবী স্কিপ করলে কি গুনাহ হবে?
৪. আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ। একজন ব্যক্তির উপর অনেক কষ্ট পেয়ে তার উপর বদদোয়া দিল। এখন আবার যে ব্যক্তি বদদোয়া দিল তার অনুশোচনা হচ্ছেন আল্লাহ এই বদসোয়া আপনিও কবুল করিয়েন না ইসতেগফার পড়ে নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই বদদোয়ার কি কবুল হবে?
5. আসসালামু আলাইকুম।
ফিক্বহে হানাফি অনুযায়ী জানতে চাই।
মহিলাদের জন্যে সালাতে থুতনি ঢেকে রাখা কি বাধ্যতামূলক? পুরো সলাতে থুতনি না ঢেকে রাখলে কি সালাত হবে না? ( নিচের ছবিতে চিহ্নিত অংশ)
দয়া করে, ক্লিয়ারলি উত্তর দিবেন, আমি এতদিন থুতনি না ঢেকে সালাত আদায় করেছি,আমার এতদিনের সালাত কি হবে না?
6. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
গর্ভাবস্থায় গর্ভের সন্তান ধরে রাখার জন্য, জরায়ু শক্ত করার জন্য কোনো গাছের বাকল বা ছাল কি কোমরে বাধা যাবে? এতে কি শিরক হবে?
7. আসসালামু আলাইকুম, মুসাফির অবস্থায় মেয়েদের নামাজের জায়গা না পেলে জোহর আসর জম করে যদি আসর ওয়াক্তে নিজ বাসায় সালাত আদায় করতে চায় সেক্ষেত্রে কসর আদায় করবে নাকি সাধারণ নিয়মেই ৪ রাকাত পড়বে? একটু দ্রুত জানালে ভালো হতো