১।আসসালামু আলাইকুম হুজুর কুন ওয়াইফ যদি তালাকে তাফবিজের ক্ষম্লতার অনুমতি পায়।তেব সে সামির সাথে রাগ করে তালাকের নিয়ত ছাড়া কুন কেনায়া বাক্য বলতে চাইছে। কিন্তু অই ভাজ্য বলার আগে সে তালাকের কুন উদ্দেশ্য ছিল না কিন্তু অই ভাক্য বলার সময় হটাত তার অন্তরে চলে আসে যে সে তালাক দিতাছে সে সামির ক্ষমতা বলে নিজেকে তালাক দিতাছে সেটা আসে নাই বা সামিকে তালাক দিতাছে সেটাও আসে নাই শুধু চলে আসে তালাক এর নিয়তে কথাটা বলতাছে এব ং কথাটি হলে ফেলে এতে কি তালাক হবে?নাকি এটা ওয়াসওয়াসা তালাক হিবে না
২।কোন মুফতি যদি বিশ্বাস করে যে নবি মাটির তৈরি কিন্তু তার রুহ নুরের তৈরি তার থেকে কি ফতোয়া নেওয়া যাবে?