আস সালামু আলাইকুম মুফতি সাহেব গন ।
ধরেন কোন মুসলিম জানে বিশ্বাস করে ইসলাম সত্য ,কিন্তু সে নিজ সার্থে যেমন টাকা পয়সার জন্য সে নাস্তিক হয়ে যায়।সে ইসলাম বিরোধি কাজে লিপ্ত হয় এবং আল্লাহ কে রাসূল কে ইসলাম কে কুরআন কে হাজার হাজার বার অবমান না করে।এবং তার নিয়ত থাকে আবার ঈমান নবায়ন করে নেব।
প্রশ্ন:অই ব্যাক্তির ঈমান নবায়ন করলে কি ঈমান নবায়ন হবে।না অই ব্যাক্তির জন্য ঈমান নবায়ন য়ের পথ বন্ধ হয়ে যাবে