আসসালামু আলাইকুম
আমার স্বামী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে প্রান আরএফএল গ্রুপ এর একটি গার্মেন্টস এ কর্মরত। প্রান আরএফএল এর পন্য বয়কট এর বিষয়ে শুনেছি। এখন এখানে চাকরি করাটা কি হালাল হবে? এছাড়াও অন্যান্য যেসব গার্মেন্টস আছে সেসব এও যেসব ব্রান্ড এর প্রোডাক্ট এর কাজ হয় কিছু কিছু ব্রান্ড বয়কট লিস্টে দেখেছি যেমন LEVIS....সেসব স্থানেও কি চাকরি করাটা হালাল হবে?
জাযাকাল্লাহ খইরন