https://www.freshie.farm/project-borga/
প্রজেক্ট বর্গা ব্যাচ ১০ বিনিয়োগ
৮ মাস মেয়াদি প্রজেক্ট
প্রজেক্ট বর্গা ব্যাচ ১০ শুরু হবে – ২০২৫ জুলাই ১৫ তারিখ থেকে – এর ফেব্রুয়ারি ১ তারিখ ক্লোজ হবে ২০২৬ । পেমেন্ট করা হবে ফেব্রুয়ারি ১৫ তারিখ থেকে ইনশাল্লাহ
৬০০ গরু
আমরা ৬০০ গরু খামারে তুলতে চাই –
নতুন টার্গেট ফিলাপ হলেই আমরা এই ব্যাচের বিনিয়োগ নেয়া বন্ধ করে দেব ।
ব্যাচ ১০ সময়সীমা
ফেব্রুয়ারি ১ তারিখ ক্লোজ হবে ২০২৬ । পেমেন্ট করা হবে ফেব্রুয়ারি ১৫ তারিখ থেকে ইনশাল্লাহ
ধাপ ১
আমাদের প্রজেক্ট বরগা প্রতি শেয়ার ৫০০০/-।
আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন এ রেজিস্ট্রেশন করে বুকিং দিতে হবে। একাউন্ট বুকিং ফি এর বিপরীতে আপনি ব্যাংক ট্রান্সফার / ক্যাশ জমা দিতে পারবেন।
আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন এ জমা দেওয়ার পর আপনার নির্ধারিত শেয়ার সংখ্যা নিশ্চিত হয়।
ধাপ ২
আমাদের খামারে গরু প্রতিপালন করা হবে।
সবার শেয়ার থেকে ফুল ফান্ড সংগ্রহ হবে। আমরা সাধারণত ৫০০০০-১ লক্ষ টাকার দেশি গরু কিনে ফ্যাটিং - এর জন্য খামারে পালন করি।
আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন এর একাউন্ট থেকেই আপনি নিয়মিত ম্যানেজমেন্ট আপডেট পাবেন।
আমাদের অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড থেকে সকল আপডেট দেখতে পারবেন।
তাছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও সব আপডেট পাবেন।
ধাপ ৩
বিক্রয় উপযোগী হলে আমরা স্থানীয় হাট অথবা ঢাকার আমাদের নির্ধারিত চ্যানেলে জবাই করে গরু wholesaler দের কাছে বিক্রি করি।
খরচ বাদ দিয়ে যা লাভ আসে সেটি জমা করা হয়।
সবকিছু আপডেট আমাদের ফেসবুক গ্রুপে দেয়া হয় নিয়মিত।
ধাপ ৪
খরচ বাদ দিয়ে যা লাভ আসবে তা গুনে গুনে সবার শেয়ারের ৫০% হিসেবে ভাগ হবে - প্রকল্পের ফার্ম পাবে ৫০%।
বিনিয়োগের টাকা ৩-৪ মাস সময়ের মধ্যে শেয়ার হোল্ডারদের একাউন্টে ব্যাংক ট্রান্সফার করা হবে।
1. লাভের গ্যারান্টি কি ? কত % লাভ হতে পারে ?
আমরা ব্যাচভিত্তিকভাবে প্রজেক্ট চালাচ্ছি । একটা ব্যাচের সব গুলো গরু কেনার পরে বিক্রি করার পরে খ্রচের হিসেব ধরে এরপরে লাভের হিসেব করা হয় । এই লাভের গড় করে সংস্লিস্ট ব্যাচের শেয়ারহোল্ডারদের মাঝে সমানভাবে বন্টন করা হয় ।
% এর গ্যারান্টি দিলে সেটা সুদ হয়ে যায় – আমরা সুদ দিতে এবং নিতে চাই না ।
2. গরু মারা গেলে কি হবে ?
আমরা কখনই চাইনা আমাদের বিনিয়োগকারির টাকা ঝুকিতে পড়ুক ।
এরপরেও, যেহেতু জীবন্ত প্রানি এবং জীবনের গ্যারান্টি আল্লাহতাআলা ছাড়া দেয়া সম্ভব না – সেক্ষেত্রে গরু মারা যেতেও পারে ।
আমরা ব্যাচ ভিত্তিক ভাবে করছি, যেখানে সবার ইউনিট হিসেবে শেয়ার । গরু মারা গেলে সেটা পুরো ব্যাচের মাঝেই হিসেব হবে ।
3.গরু কেনার পরে বিক্রি পর্যন্ত গরুর খাবার,চিকিৎসা বাবদ যে খরচ হবে, এটা কে দেবে ?
এটা শেয়ারের অন্তর্ভুক্ত,
গরুর খাবার, কর্মচারিদের বেতন,চিকিৎসা, বিদ্যুৎ বিল এই ফান্ড থেকেই যাবে ।
শেড, স্থায়ী স্থাপনা সমূহ এর ব্যায় ফ্রেশী ফার্ম এর ।