আসসালামু আলাইকুম।
আমার একটা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে।যদিও এটা ঝুলে আছে।তারা না বলছে না আবার ডেটও দিচ্ছে না।আবার পরিবারের সাথে যোগাযোগ রাখছে।
এখন আমার কথা হলো এই প্রস্তাব আশার পর থেকে সপ্নে প্রায় প্রতিদিন খাওয়া, রক্ত,মৃত ব্যাক্তি দেখছি।
ইস্তেখারা করেছি কিন্তু আমার মন কোনোদিকেই টানছে না।এখন এই অবস্থায় আমার করনীয় কি???