উস্তায আমি একটা whatsapp গ্রুপ তৈরি করেছিলাম। ঐখানে ইসলাম রিলেটেড বিভিন্ন পোস্ট একজন ভাই share করেন ওই ভাই একটা ছবি share করেছিলেন উত্তরায় একটা প্রোগ্রাম ওইখানে অ্যাটেন্ড করা নিয়ে।ওইখানে একটা মেয়ের ছবি ছিল ওইটা সে ব্লার করেছিল কিন্তু এরপরও একজন মেয়ে এটা বুঝা যাচ্ছিল। আর উপরে চোখ নাক, দেখা যাচ্ছিলনা তবে একটা মেয়ের থুতনি এবং কিছু অংশ চেহারার দেখা যাচ্ছিল যেটা ব্লার করা হয়নি।
১) ওই ছবিটা আমি ডিলিট করার কথা উনাকে বললে উনি বলে সমস্যা নেই। এখন আমার ডিলিট করার ক্ষমতা আছে যেহেতু আমি admin আমি ডিলিট না করলে আমার গুনাহ হবে ?
২) আর ডিলিট করলে যদি সে মন খারাপ করে আমার গুনাহ হবে?