আসসালামু আলাইকুম প্রিয় হুজুর
আমি একটা মাসআলা জানতে চাই গাফলা প্রসঙ্গে যাকে ইংরেজিতে ডোমিনোজ dominoes গেম বলে। যে খেলার উৎপত্তি হয়েছে প্রায় ১১০০ বছর আগে অনলাইনে দেখলাম। যা রাসুল সাল্লাল্লাহু আলাই সালাম এর মৃত্যুর প্রায় আড়াইশো তিনশো বছর পর উৎপত্তি হয়।
এটা কি খেলা জায়েয কোনো টাকা পয়সা ছাড়া । অবসর সময়ে হঠাৎ কিছু সময় খেলা কি যাবে।