আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন বিবাহিত ব্যাক্তি যদি মোনাজাত(তওবা) করার সময় বলে আমাদের সম্পর্ক হালাল আছে কিনা জানি না।তাই আমি কোনদিন হালাল মনে করব না, বলব না ।তার মনে ছিল সে হালাল ও মনে করবে না হারাম ও মনে করবে না। ।কারণ তার মনে হচ্ছিল হালালকে হারাম আর হারামকে হালাল ভাবলে ঈমান চলে যায়। এর কারনে বা এভাবে মোনাজাত করার কারণে কি বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে?সে স্ত্রীকে কিছু উদ্দেশ্য করে বলে নি তার মনে ছিল শুধু না জেনে কিছু মনে করবে না আর বলবে না এমন কিছু।