আসসালামু আলাইকুম, মিজানুল কুবরাতে ঘটনা দেখেছি, কিন্তু সেখানে কোন সনদ পেলাম না যাতে বোঝা যায় ঘটনা সত্য না মিথ্যা।
মুফতি তাকি উসমানি তার ইসলাহি খুতুবাতে বলেন ঘটনাটা নাকি কিছু সঅহিহ ও নির্ভরযোগ্য সনদে বর্নিত আছে।
সেই সনদ আর অন্য কিতাবের রেফারেন্স দিয়ে বিস্তারিত লিখলে ভাল হতো। ফাতাওয়া আন নাবাভিতেও নাকি আছে,সেটার ইবারত দয়া করে যুক্ত করে দিবেন। জাযাকাল্লাহ