আসসালামু আলাইকুম, আমি একজন অবিবাহিত মেয়ে। আজ তাহাজ্জুদ পড়ে ফযর পড়ে মাসনুন আমল করে, কুরআন নিয়ে বসি তখন ঘুমিয়ে পড়ি পরে যখন খেয়াল করি ঘুমিয়ে যাচ্ছি তখন বিছানায় গিয়ে ভালোভাবে শুয়ে পড়ি। সে সময় একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা ছিল এরকম আমাদের বাসায় খাবার বানাচ্ছে কিন্তু কর্মচারীদের টাকা পরোশোধ করতে আমাদের টাকায় একটু টান পরে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা তা ভালোভাবেই পরিশোধ করি পরে সেখানে থেকে আমরা একটা নির্মানাধীন বাড়ি দেখতে যাই, এখানে স্বপ্নের প্লট চেঞ্জ হয় আমি আর আমার মা কোন এক শস্যের চারা তুলতে থাকি কিন্তু নরমাল গাছের চারা যেভাবে তুলে সেভাবে না চারা গুলো আমরা তুলছিলাম একটা পূর্নাঙ্গ ধান গাছের যেমন গোড়া কেটে তোলে সেভাবে তুলছিলাম।পরে স্বপ্নের প্লট চেঞ্জ হয়ে আমরা একটা ক্রোকারিজের দোকানে আসি এখানে আমি, আমার ভাই আর আমার মা ছিল তো আমি কিছু থালা বাসন পছন্দ করে কিনি আর বলি মানুষ আসলে খেতে দিতে হবে, এখানেও টাকা পরিশোধ করতে গিয়ে দেখি আমাদের টাকায় কম পরে যাচ্ছে এগুলো কিনলে অন্য কাজে টাকা দিতে টান পরে যাবে তারপরও আমরা তা কিনে নিয়ে আসি।