আসসালামু আলাইকুম
হুজুর বিরক্ত করার জন্য দয়া করে মাফ করবেন।একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ভুলে গেসিলাম।সেটি হল....ভবিষ্যতে যদি আমি কোনো কারণবশত জোরে কথা বলি/ আস্তে কথা না বলি/জোরে কথা বলে ফেলি তাহলে কি বিবাহে সমস্যা হবে?
আমার ঘটনাটি ছিলো নিম্নরুপ;
আমার জাওয এর সাথে রাগারাগির এক মুহূর্তে আমি উঁচু গলায় কথা বলে ফেলসিলাম।তখন আমার হাসবেন্ড রেগে বলসে,"হয় আস্তে কথা বলবি,নাহয় সোজা হাটা ধরবি"।এরপরেই সে দাবি করসে সে তালাকের নিয়তে বলে নাই আর সে মিন করসে নাকি বাপের বাড়ি গিয়ে যেনো আমি বুঝি। দুই-এক মাস থাকলে নাকি বুঝবো জামাই কি জিনিস
আমার প্রশ্ন হলো,এটা কি শর্তযুক্ত হয়েছে? আর যদি শর্তযুক্ত হয় তাহলে সেটা কি মজলিস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে??